সৌদি আরবগামী ওমরাহ বা ভ্রমণ ভিসাধারীদের জন্য বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যারা ওমরাহ ও ভ্রমণ ভিসায় দেশটিতে যাবেন, তাদের অবশ্যই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা।